রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের চুরিকাঘাতে হোসেন আহম্মেদ শাওন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় সালাহ উদ্দিন লোটাস নামে আরেকজন আহত হন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অবিরখীল আবদুল হালিম পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাওন সদর উপজেলার রাধাপুর গ্রামের মিত্তিরহাট এলাকার রাইতের বাড়ির মো. তোফায়েল আহাম্মেদের ছেলে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এইচএসসি পাশ করেন। অপর আহত লোটাস অবিরখীল এলাকার আবদুল হালিম পাটোয়ারী বাড়ির মহিব উল্যা মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানায়, অবিরখীল গ্রামের আবদুল হামিদ পাটোয়ারী বাড়িতে দীর্ঘদিন থেকে জমি নিয়ে মহিব উল্যার সঙ্গে একই বাড়ির দিদার হোসেন পরানের বিরোধ চলছিল। বুধবার দুপুরে প্রতিপক্ষ দিদার হোসেন পরানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহিব উল্লার ঘরে ঢোকে তার ছেলে সালাহ উদ্দিন লোটাসের ওপর হামলা চালায়। এসময় লোটাসের বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাই কলেজ ছাত্র শাওন বাধা দিলে সন্ত্রাসীরা তার বুকে চুরি ঢুকিয়ে দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আহসান উল করিম শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।