লক্ষ্মীপুরে সাতটি সৃজনশীল বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় নতুন করে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা সাতটি সৃজনশীল বাতিল ও ছয়টি বহাল রাখার দাবি জানায়।
বুধবার (০৫ অক্টোরব) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ফয়সল, আমিনুল ও মেবুবা সামিরা শরাসহ শিক্ষার্থীরা।
এসময় তারা জানান, গত বছর এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্ন ছিল। কিন্তু নতুন করে ছয়টির প্রশ্নের স্থলে সাতটি প্রশ্ন করা হয়েছ। সাতটি নয়; ছয়টি সৃজনশীল প্রশ্ন বহাল রাখার দাবি জানায় তারা।

Comments (0)
Add Comment