লালমনিরহাটে প্রতারণার বড় ফাঁদ : মোবাইল থেকে সাবধান

এম.এ হান্নান, ক্রাইম রিপোর্টার, লালমনিরহাট:

প্রতারণার বড় ফাঁদ : মোবাইল থেকে সাবধান!। অভিনব কৌশল খাঁটিয়ে মোবাইল নাম্বার দিয়ে মূর্হুতে ৩৪ হাজার ৫শত টাকা উধাও করে নিয়েছে প্রতারকরা। এঘটনায় প্রতারণার শিকার বিকাশের এজেন্ট ও ফ্লাক্সিলোডের দোকনদার আসাদুল হাবিব (শিলু) লালমনিরহাট সদর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
জিডির বিবরণে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুল হাবিব (শিলু) স্থানীয় ফড়িং এর দিঘী বাজারে বিকাশের এজেন্ট ও ফ্লাক্সিলোডের ব্যবসা করেন। তিনি জানান,  “গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ০১৮৫১১১৬২৪৭ নাম্বার থেকে হাবিবের বিকাশ এজেন্ট নাম্বার ০১৮৪৭০৫৭৪৭৫ তে কল দিয়ে বিকাশ এজেন্টের ব্যবসার অবস্থান জানতে চান। পরের দিন ১৩ই জানুয়ারি রাত ১২টা ৩১মিনিটে আবারও উক্ত মোবাইলে বিকাশের হেলপ্ লাইন নং ১৬২৪৭ দ্বারা রিং দিয়ে বিকাশের এজেন্ট ব্যবসার তথ্যগুলি জানিয়ে নেওয়ার পর হেলপ্ লাইন থেকে বিভিন্ন ভয়ভীতি মুলক কথাবার্তা বলেন। তার কিছুক্ষণ পর পরেই লক্ষ্য করে দেখি বিকাশে সঞ্চিত রাখা ৩৪হাজার ৫শত টাকা নাই ।’’  এভাবে অভিনব কৌশল খাঁটিয়ে মোবাইল নাম্বার দিয়ে মূর্হুতে ৩৪ হাজার ৫শত টাকা উধাও করে নিয়েছে প্রতারকরা। এঘটনায় প্রতারণার শিকার বিকাশের এজেন্ট ও ফ্লাক্সিলোডের দোকনদার আসাদুল হাবিব (শিলু) আজ রবিবার লালমনিরহাট সদর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। যার জিডি নং ৭৫৮, তাং ১৮/০১/২০১৫ইং।

Comments (0)
Add Comment