বিজিবির অভিযানে মাদকসহ ১০ লাখ টাকার মালামাল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিজিবির অভিযানে  গত ১১ দিনে প্রায় ১০ লক্ষ টাকার মাদকসহ ভারতীয় বিভিন্ন মালামাল ও ১টি মোটর সাইকেল আটক করেছে। এ সময় বিজিবির রেজওয়ান নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। তাকে পুলিশে সোর্পর্দ করা হয়েছে। আটককৃত রেজওয়ান এর বাড়ী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। রোববার ভোরে বিজিপির টহলরত সদস্যরা রেসওয়ানকে ২৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। এ সময় ফেন্সিডিল বহন কাজে ব্যবহ্রত ২টি মোটর সাইকেল আটক করে বিজিপি। এর আগে গত ১০ দিনে বিজিপি জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল বিদেশী মদ, ৩২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৫ কেজি জিরা, ১০ কেজি লং, ২০টি ভারতিয় জনসন বেবী লোসন, ৫৯টি বেটনোবিট ক্রীম, ১২১টি জনসম সাবান ও আরো ১টি মোটর সাইকেল আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment