লালমনিরহাট হাতীবান্ধায় চুলা বিস্ফরনে অগ্নিদগ্ধ দুই হোটেল শ্রমিকের মৃত্যু

download (3)পাপেল দাস, হাতীবান্ধা  প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারে হোটেল চুলা বিস্ফরনে অগ্নিদগেদ্ধর  ৬ দিন পর  বুধবার রাতে রংপুর মেডিকেলে   চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানাগেছে, গত শুক্রবার রাতে উপজেলার দইখাওয়া বাজারে পিপাসা হোটেলে কেরোসিন ব্যবহারিত চুলা বিষ্ফোরনে এক অগ্নি কান্ডের সুত্রপাত ঘটে এ অগ্নিকান্ডে ৭ দোকানের প্রায় ৫ লক্ষাধিক টাকার যাবতীয় মালামাল ভস্মিভূত হয়। এতে সুরুজ্জামানস (৩৪) ও তপন চন্দ্র (৩০) দুই হোটেল শ্রমিক অগিদগ্ধœ হয়। দুই হোটেল শ্রমিকের অবস্থা আশংকা জনক হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসারত অবস্থায় ৬দিন পর মারা যায়।

Comments (0)
Add Comment