লিবিয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলা, নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলায় ৬৫ জন লোক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আহতের সংখ্যা আরো বহু বলে জানানো হয়েছে। তবে এই হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিটেনে এই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। ক্ষমতাচ্যুত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামল থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রটি একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আজকের বোমা হামলার বিকট শব্দ ৬০ কিলোমিটার দূরে অবস্থিত মিসরাতা থেকে শোনা গেছে।

Comments (0)
Add Comment