নীলার সঙ্গে রং নাম্বারে পরিচয় মুগ্ধর। এরপর ফেসবুকে পরিচয়। তারপর থেকে নীলাকে খুঁজতে থাকে মুগ্ধ। একসময় সে জানতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছে নীলা। মন ভেঙে যায় মুগ্ধর। তারপরও সে খুঁজতে থাকে মেয়েটিকে। এটি ‘যে ফুল ফোটেনি’ নাটকের গল্প। এতে মুগ্ধ চরিত্রে কল্যাণ আর নীলার ভূমিকায় অভিনয় করেছেন শশী। নাটকটি লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা করেছেন মঞ্জুরুল হক মঞ্জু। উত্তরার বিভিন্ন স্থানে এর শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘অনেকদিন পর শশীর সঙ্গে কাজ করলাম। নাটকটির গল্পে অনেক নাটকীয়তা আছে।’ আগামী কোরবানির ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘যে ফুল ফোটেনি’।