এর আগে, একই ঘটনায় সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সহ সম্পাদক অঞ্জন রায় এবং যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকে অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ সময় সংবাদকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর