শার্লি এবদো সন্ত্রাসবাদের উস্কানি দিচ্ছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদো সন্ত্রাসবাদের সমর্থনে কাজ করছে এবং তাদের তৎপরতা নিতান্তই সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে। ম্যাগাজিনটিতে নতুন করে মহানবী (স.) এর কার্টুন ছাপানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম এ কথা বলেছেন। গত বুধবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ম্যাগাজিনটি বার বার মহানবীর কার্টুন ও ইসলাম বিরোধী তৎপরতা চালিয়ে বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে চলেছে। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে এবং ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখাতে তিনি ইউরোপের দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানান। মারজিয়েহ আফখাম বলেন, ফ্রান্সে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছে তেহরান; একইসঙ্গে ম্যাগাজিনটির বার বার উস্কানিমূলক কাজও বন্ধ করতে হবে বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, ঐশী ধর্মগুলোর প্রতি বিশেষ শ্রদ্ধা এবং নবী-রাসুলদের প্রতি সম্মান দেখানো হচ্ছে মৌলনীতি; ইউরোপের সরকারগুলো এসব বিষয়ে বিশেষ নজর রাখবে বলে ইসলামি ইরান আশা করে। সে কারণে সন্ত্রাসবাদ উস্কে দেয় এমন নীতি সমর্থন করা থেকে সরে এসে ইউরোপীয় সরকারগুলোর উচিত- ঐশী ধর্মগুলোর পবিত্রতা রক্ষা করার নীতি গ্রহণ করা। মারজিয়েহ আফখাম বলেন, ইউরোপীয় সরকারগুলোর ভুল নীতির জন্য বিশ্বের বহু দেশকে খেসারত দিতে হচ্ছে এবং ইউরোপীয় কর্মকর্তারা তা স্বীকারও করেন।

 

Comments (0)
Add Comment