শার্শায় নবজাতক উদ্ধার

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার বসতপুর গ্রাম থেকে শনিবার ভোরে ইটভাটার সামনে থেকে এক নবজাতক(মেয়ে)কে উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান,গ্রামের রফিকুলের ছেলে আশরাফ ভোরে মাঠে যাচ্ছিল। এ সময় শিশুর কান্নার শব্দ শুনে একটি পলিথিনের ব্যাগে মুড়িয়ে রাখা অবস্থায় শিশুটি কে উদ্ধার করে।পরে খোঁজ খবর করেও শিশুটির কোন স্বজন না পাওয়ায় তাকে নিজ বাড়িতে নিয়ে আসে।

এ দিকে স্থানীয়দের ধারনা মেয়ে সন্তান হওয়ায় পরিবারের লোকজন শিশুটি ফেলে রেখে গেছে। শার্শা বাগ আঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজিদ হোসেন, বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment