হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণসহ কুয়েত এয়ারওয়েজের এক কেবিন ক্রুকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের কেইউ ২৮৩ নম্বর ফ্লাইটটি শনিবার ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু ৪৫ বছর বয়সী আসলাম ওমর বেলিম এর কাছ থেকে ৫৪৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক উম্মে নাহিদা জানান, বেলিমের শরীরে তল্লাশি চালিয়ে চারটি স্বর্ণের বার এবং ৮২ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এসব স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। আটক কেবিন ক্রুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।