রাজধানীর শাহবাগ থানাধীন একটি হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, হোটেলের রেজিস্ট্রি খাতায় ওই নারীর নাম লেখা হয়েছে তাহমিনা আক্তার সাথী (৩০)। সঙ্গে স্বামী পরিচয়দানকারীর নাম দেওয়া আছে ওসমান। তারা চাঁদপুর থেকে এসেছেন বলে খাতার উল্লেখ করা হয়। শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন জানান, গতকাল বেলা ১১টায় শাহবাগ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সরণির হোটেল উত্তরবঙ্গের ষষ্ঠ তলার ৬০৫ নম্বর কক্ষ থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ২৫ আগস্ট সকাল ৮টায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা এ হোটেলে ওঠেন। গতকাল সকাল ৮টায় স্বামী পরিচয়দানকারী ওসমান হোটেলের এক কর্মচারীকে ৫০ টাকা দিয়ে নাস্তা আনতে বলে বেরিয়ে যান। এরপর তার আর কোনো খবর নেই। পরে হোটেল কর্তৃপক্ষের সংবাদে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। বর্তমানে ওসমান পলাতক রয়েছে। ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এসআই সুরুজ উদ্দিন।