জীবন প্রিয়া ডিজিটাল প্রযোজিত ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”র প্রিমিয়ার শো মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে। প্রিয়া সেন” র কাহিনীতে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ০৭ মে মঙ্গলবার বিকেল ৪:১৫ মিনিটে প্রথম শো,৫:৪৫ মিনিটে ২য় শো এবং সন্ধ্যা ৭:১৫ মিনিটে ৩য় শো প্রদর্শন করা হবে। প্রিমিয়ার শো তে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা এস.ডি.জীবন।