শিল্পী সমিতির নির্বাচনে শরীফ ও শাকিব

রঙ্গমঞ্চ ডেস্ক:
৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর এ নির্বাচনে সভাপতি পদের জন্য মুখোমুখি লড়াই করবেন অভিনেতা আহমেদ শরীফ ও শাকিব খান। শাকিবের সঙ্গে সাধারণ সম্পাদক প্যানেলে আছেন মিশা সওদাগর। আহমেদ শরীফ প্যানেলের সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং নির্বাহী সদস্যপদে ৬ জন ছাড়াই প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে যাচ্ছেন আরেক অভিনেতা অমিত হাসান। সমিতির নির্বাচন পরিচালনার জন্য সাবেক সভাপতি মিজু আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ৩ সদস্যের মাঝে আরও দুজন হল নজমুল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন। এছাড়াও আপিল বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন চিত্রনায়ক ফারুক। নির্বাচন কমিশনের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন জাকির ও রাকিব। এবারের নির্বাচনে মোট ভোটার ৫০৯ জন।

Comments (0)
Add Comment