শীর্ষে সাকিব


স্পোর্টস ডেস্ক:
বেশ আগ থেকেই আসন্ন বিশ্বকাপ নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়ে গেছে। বিশ্বকাপের একাদশতম আসরে ব্যাটসম্যানরা কেমন করবে, বোলারদের পারফরমেন্স কেমন হবে, কোন কোন খেলোয়াড়দের ওপর স্পট লাইট থাকবে, এসব আর কি! ঠিক তেমনি স্পিন বোলারদের নিয়ে আলোচনা করেছেন শ্রীলংকার লিজেন্ডারি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এবারের বিশ্বকাপে এগারজন স্পিনারের ভাল করার সম্ভাবনা দেখছেন তিনি। তার সেই তালিকায় সবার উপরে নাম আছে ক্রিকেটের তিন ফরমেটেরেই সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসানের। মুরালির মতে, বড় মাপের স্পিনার নয়, কিন্তু খুবই স্মার্ট বোলার সাকিব। সদ্যই বিগ ব্যাশে খেলেছেন। এখানে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে সক্ষম হবেন তিনি। এ ছাড়া তার ব্যক্তিগত পারফরমেন্সে অনেক বেশি উপকৃত হবে বাংলাদেশ। কারণ উইকেট শিকারে সাকিব অনেক বেশি পারদর্শী এবং প্রতিপক্ষকে চাপে রাখতেও পারেন। এর প্রমাণও ইতোমধ্যে দিয়েছেন সাকিব।’ মুরালির তালিকায় আরও আছেন যথাক্রমে ২. রবীচন্দ্রন অশ্বিন (ভারত), ৩. রবীন্দ্র জাদেজা (ভারত), ৪. ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), ৫. ইয়াসির শাহ (পাকিস্তান), ৬. শহিদ আফ্রিদি(পাকিস্তান, ৭. সাচ্চিত্রা সেনানায়েকে (শ্রীলংকা), ৮. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), ৯. মোহাম্মদ নবী ও সামিউল্লাহ সেনওয়ারি (আফগানিস্তান), ১০. জর্জ ডর্করেল ।

Comments (0)
Add Comment