শীর্ষ চারে নেই রোনালদো, আছে বেল

স্পোর্টস ডেস্ক:

বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড গড়ার ক্ষেত্রে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকানোটা একরকম দিবাস্বপ্নের মতোই। কিন্তু, একদিক থেকে রোনালদোকে পেছনে ফেলেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। এই ওয়েলস তারকা এই মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে গতিময় ফুটবলারের খেতাব অর্জন করেছেন। গত বছরের ১৩ ডিসেম্বর লা-লিগার ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে বেল এই কীর্তি অর্জন করেন। ঐ ম্যাচে তিনি ঘন্টায় ৩৪.২৯ কিলোমিটার বেগে দৌড়েছেন। এছাড়াও বেল যে একজন গতিময় ফুটবলার তা বলার অপেক্ষা রাখেনা। রিয়ালের সাফল্যময় গত বছরের অন্যতম প্রতীক ছিলেন তিনি। গত বছর কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল রিয়াল। ঐ ম্যাচে ৮৪ মিনিটের মাথায় দলের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন বেল। প্রায় মিডফিল্ডে পাওয়া বলটি নিয়ে ৫৯.১ মিটার দৌড়িয়ে নিক্ষুত ফিনিশিংয়ে সময় নেন মাত্র ৭.০৪ সেকেন্ড। আমরা যারা এ মুহূর্তটি দেখেছেন তারা নি:সন্দেহেই অবাক হয়েছিলেন। রিয়ালের ফুটবলারদের মধ্যে ম্যাচপ্রতি দৌড়ানোর দিক থেকে চতুর্থ স্থানে আছেন বেল। তিনি ম্যাচপ্রতি গড়ে ৮.৬৯ কিলোমিটার দৌড়ান। জেমস রদ্রিগেজ, মার্সেলো ও পেপে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।

Comments (0)
Add Comment