জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিউট ফর অরনিথোলজি এই গবেষণাটি পরিচালনা করে। ১৬০টি জেব্রা ফ্রিঞ্চ জাতের পাকি এই জরিপে অংশ নেয়। এর মধ্যে ২০টি প্রেমিকা পাখি স্বাধীনভাবে ২০টি প্রেমিক পাখিকে পছন্দ করেন।
এরপর যখন তাদের মধ্যে জুটি গঠন হয়, এরপর প্রায় ১০ জোড়া পাখি কখনোই তাদের সঙ্গী বা সঙ্গীনিকে ছেড়ে যায়নি। অপর পাখিগুলো অন্যদের সঙ্গে জুটিবদ্ধ হতে চেষ্টা করে। পাখিরা একবার তাদের সঙ্গীকে খুঁজে পেলে এরপর সেই জুটি সুখী হোক বা না হোক তাদের মূল লক্ষ্য থাকে বংশবৃদ্ধি করা।
বাংলাদেশেরপত্র.কম/এডি/আর