শেরপুরে প্রেমের জেরে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে প্রেমিকার বাড়ির লোকজনের হামলায় মিজান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (০৮ আগস্ট) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে মলা নাপিতের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিজান ঘটনাস্থলের পাশ্ববর্তী চাং পাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাহেব আলীর ছেলে বাবুল মিয়াকে আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত মিজানের বাবা জানান, তার ছেলেকে রাতে আকন্দ পাড়ার সাহেব আলীর ছেলে বাবুল ডেকে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

জানা যায়, মিজানুর সাথে আকন্দ পাড়ার আনছার আলীর মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল। এরই জের ধরে ওই সময় বাবুল তাকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে ৩/৪ জনে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

Comments (0)
Add Comment