শেষ দেখা করতে পরিবারকে ডেকেছে কারাকর্তৃপক্ষ

স্টাফরিপোর্টার:  মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য কারাগারে ডাকা হয়েছে তার পরিবারকে। শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তার পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারাকর্তৃপক্ষ। আর এটিই হবে শেষ দেখা।

এ তথ্য নিশ্চিত করেছেন কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ‘মোবাইলের মাধ্যমে কামারুজ্জামানের পরিবারকে জানানো হয়েছে- বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কারাগারে যাওয়ার জন্য।’

Comments (0)
Add Comment