এদিকে শ্রীপুরে বাবা-মেয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় স্থানীয় মেম্বার আবুল হোসেনসহ একাধিক ব্যক্তিকে আসামী করে কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে হালিমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শ্রীপুর থানা পুলিশ গ্রেফতারকৃত মেম্বার আবুল হোসেনকে জি.আর.পি থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও তার পুত্র মিথুনকে শ্রীপুর থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করছেন বলে শ্রীপুর থানার এস.আই কাউসার আহম্মেদ জানান।
বাবা-মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: সবুজ ঘটনাস্থল ও রেলস্টেশন পরিদর্শন করেন।
এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে জি.আর.পি থানার ওসি ইয়াছিন ফারুক জানান, বাবা-মেয়ে নিহতের ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামী করে কমলাপুর থানায় মার্ডার মামলা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিনপাশে আউটার সিগন্যালে শ্রীপুর থানা ও ইউপি মেম্বারের কাছে বিচার না পেয়ে হযরত আলী ও তার পালিত মেয়ে আয়েশা আক্তার একসাথে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।