শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২

 শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ফরিদপুর (নয়নপুর) এলাকার একটি বসত বাড়িতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ২৫টি টিনশেড ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়। এ সময় ঘরের মালামাল উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় ওই বাড়ির দুই ভাড়াটিয়া ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আব্দুস সামাদ (৩৮) ও টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার খায়রুল ইসলাম (৩৫)। গত বুধবার রাত ৮টার দিকে কাজী পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তার ওভারলোড ভোল্টেজের কারণে ছিঁড়ে গিয়ে ২৫ কক্ষ বিশিষ্ট পার্শ্ববর্তী একটি বাড়ির টিনের চালায় পড়ে স্পার্কিংয়ের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর শ্রীপুর ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বাড়ির মালিক সিদ্দিক মিয়া জানান, কাজী ফার্মের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে টিনশেড বাড়ির উপর পড়লে আগুন ধরে তাৎক্ষণিকভাবে ঐ স্থানে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পার্শ্ববর্তী সকল কক্ষে ছড়িয়ে পড়ে এবং ২৫টি কক্ষের প্রতিটিরই সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
দমকল বাহিনীর শ্রীপুর ইউনিট ম্যানেজার তার্সারফ জানান, বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর দু’টি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনার পর লাশ দুইটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Comments (0)
Add Comment