শ্রীবরদীতে যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষ্য গ্রহণ

শ্রীবরদী, প্রতিনিধি, শেরপুর:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যুদ্ধাপরাধী মামলার উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে স্বাক্ষ্য গ্রহণ করা হয়। বুধবার উপজেলা পরিষদের সুমেশ্বরী হলরুমে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষ্য গ্রহণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান আব্দুল হান্নান। এ সময় উপজেলার যুদ্ধাপরাধী অভিযোগে ৫টি মামলার মধ্যে ৪টি মামলার স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার আমলে যুদ্ধাপরাধী মামলার রায় হচ্ছে। যুদ্ধাপরাধী মামলার রায় জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্তকারী অফিসার এডিশনাল এসপি মতিউর রহমান ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন তরফদার। উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের লোকজন।

Comments (0)
Add Comment