সকলকে জলক দেখিয়ে কেন্দ্রীয় চরিত্রে ক্যারা


বিনোদন ডেস্ক:
সম্প্রতি বিশ্বের সেরা টপ সুপারমডেলের তালিকায় ১৫তম স্থান দখল করেছেন মডেল ক্যারা ডেলভিনজেন। এমন খুশির সঙ্গে সঙ্গেই তার কাছে হাজির হলো আরোও একটি খুশির সংবাদ। খুব শিগগিরই জন গ্রীনের ‘পেপার টাউনস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন তিনি। ২২ বছর বয়সী এই মডেল ছবিতে মার্গো রঠ স্পিগেলম্যান নামক প্রধান চরিত্রে অভিনয় করবেন। লেখক জন গ্রীন ২০০৮ সালে তার রচিত ‘পেপার টাউনস’ উপন্যাসের গল্প অবল্মনে নির্মান করবেন ছবিটি। ৩৭ বছর বয়সী লেখক তার টুইটারে ৩০ লাখ ১০ হাজার অনুসারীদের উদ্দেশ্য করে জানিয়েছেন, ‘অডিশনে ক্যারা তো সবাইকে অবাক করে দিলো। সে মার্গোর চরিত্রটি খুব ভালোভাবেই বোঝে। আমি বেশ অপেক্ষায় আছি।’ ‘পেপার টাউনস’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্কট নিউস্টেডার ও মাইকেল এইচ ওয়েবার। ছবিতে ক্যারার সঙ্গে আরোও অভিনয় করবেন অভিনেতা নাট উল্ফ। ক্যারা এবছর ‘টিউলিপ ফিভার’, ‘লন্ডন ফিল্ড’ ও ‘প্যান’ ছবিগুলোতে অভিনয় করেছেন। আগামী বছর এ ছবিগুলো মুক্তি পাবে।

Comments (0)
Add Comment