বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শিমুল বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। তার জন্য সকল দলীয় কোন্দল মুছে ফেলে ঐক্যবদ্ধ হতে হবে। দলকে গতিশীল করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বিকেলে আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। চান্দাই ইউপি আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান গোলামের সভাপতিত্বে গাড়ফাতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাজেদুর রহমান খাঁন, প্রধান বক্তা ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শিমুল, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদ-উজ-জামান, গোপালপুর ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, চান্দাই ইউপি’র সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্না প্রমুখ।