সচিবালয়ের সাত নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করেছে নিরাপত্তা পুলিশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে নিরাপত্তা পুলিশ। গত কাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৭ম তলার ৬২০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টির মতো সরকারবিরোধী লিফলেট উদ্ধার করে নিরাপত্তা পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দৌলতুন্নেছা, পার্সোনাল অফিসার (পিও) গাজী গোলাম মোস্তফা, অফিস সহকারী জিন্নুল করিম, এমএলএসএস মাহফুজুর রহমান এবং সোহেল রানাকে আটক করে নিরাপত্তা শাখার অফিসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সচিবালয়ে যায়। সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নিরাপত্তা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে সচিবালয় নিরাপত্তা শাখার প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচুর রহমান বলেন, এখনও বলার মতো কিছু হয়নি।