বিনোদন ডেস্ক: জুলিয়া রবার্টসের নতুন ছবির নাম ‘ফ্রেম্ড’। কেলি পিটার্স নামে একজনের জীবন নিয়ে গল্প। একটি স্কুলের পেরেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন কেলি। সে সময় এক ছেলের বাবা-মা তাঁর গাড়িতে মাদক রেখে দিয়ে তাঁকে ‘ড্রাগ পজেশন’এর দায়ে ফাঁসিয়েছিলেন। গোটা ঘটনা নিয়ে একটা বই লিখেছিলেন কেলি এবং স্যাম রুল। নাম, ‘আই’ল গেট ইউ! ড্রাগ্স, লাইজ অ্যান্ড দ্য টেররাইজিং অফ আ পিটিএ মম’। সেই বই ভিত্তি করেই তৈরি হবে ছবি। কেলির ভূমিকাতেই দেখা যাবে জুলিয়াকে।