শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসা নিতে গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। প্রায় ১০দিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে টেলিফোনে সময় সংবাদকে জানান, চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও সোমবার সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ছুটে যান অনেকেই।
সিঙ্গাপুরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মহসিন আলীর মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
বাংলাদেশেরপত্র/এডি/আর