সরকারের ৮টি ওয়েবসাইটে ৫০ হাজারবার সাইবার হামলা: পলক

গত ১০ দিনে সরকারের আটটি ওয়েবসাইটে ৫০ হাজারবার হামলা হলেও “কোনও ওয়েবসাইট হ্যাক হয়নি” বলে জানিয়েছেন ডাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার সাইবার নিরাপত্তা নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি বলেন যে বাংলাদেশ সাইবার হামলার ঝুঁকিতে আছে। বিশেষ করে ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম, তৈরি পোশাক শিল্প খাত বেশি ঝুঁকিতে।

তিনি আরও জানান, ওইসব ওয়েবসাইট ছাড়াও ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হয়েছে।

ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

Comments (0)
Add Comment