সহকর্মীর সঙ্গে অনৈতিক আচরণ, রংপুরে প্রধান শিক্ষক আটক

রংপুর ব্যুরো: রংপুরে সহকারী শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের অনৈতিক আচরণের অভিযোগ তুলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৭ মে) নগরীর মাহিগঞ্জের ভিআইপি শাহাদত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সহকারী শিক্ষিকাকে নানাভাবে উত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। প্রধান শিক্ষকের এসব অনৈতিক প্রস্তাবে সায় না দেওয়ায় তাকে বিয়ে করারও প্রস্তাব দেন। তার কথায় কান না দেওয়ায় ওই শিক্ষিকাকে নানাভাবে হুমকিও দিতে থাকেন প্রধান শিক্ষক।

এরই এক পর্যায়ে বুধবার নিজের কক্ষে ডেকে জোর করে অনৈতিক কাজ করার চেষ্টা চালান। ওই শিক্ষিকার চিৎকারে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং প্রধান শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

Comments (0)
Add Comment