সাটুরিয়ায় কাফনের কাপড় পাঠিয়ে আ. লীগ নেতাসহ ৪ জনকে হত্যার হুমকি

সাটুরিয়া(মানিকগঞ্জ)সংবাদদাতা: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আওয়া-লীগ নেতাসহ ৪ব্যক্তিকে হুমকি ও মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম মানিকগঞ্জ শাখা থেকে। চিঠিতে কোরআনের একটি আয়াত থেকে উদ্ধৃত করে বলা হয়েছে,নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালবাসেন না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাটুরিয়া উপজেলার সভাপতি ও উপজেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি সমরেন্দু সাহা লাহোর বালিয়াটি পোষ্ট অফিস থেকে মঙ্গলবার একটি চিঠি পান।একই চিঠিতে আরো ৩ ব্যক্তির নাম রয়েছে। তারা হলেন, বালিয়াটি ইউনিয়নের আওয়ামী-লীগের সভাপতি রুহুল আমীন,বালিয়াটি উদীচী শাখা সংসদের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন ও বালিয়াটি রামকৃষ মিশনের মহারাজ স্বামী পরিমুক্তানন্দ। অপর দিকে বালিয়াটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ লিয়াকত আলীকে মুঠোফোনে পুর্ব বাংলা কমিনিউষ্ট পার্টি পরিচয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে সমরেন্দু সাহা লাহো বাদী হয়ে সাটুরিয়া থানায় এশটি জিডি করেছেন। যার নং ৪০৪এ
এ ব্যাপারে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার যোগাযোগ করা হলে তিনি জানান,আনসারুল্লাহ বাংলা টিম মানিকগঞ্জ শাখা নেই। তদন্ড করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments (0)
Add Comment