মিয়ামি ওপেনে দুরুন্ত গতিতে এগুচ্ছে সানিয়া-হিঙ্গিস জুটি। শিরোপা থেকে এক ধাপ দূরে রয়েছেন তারা। শনিবার তিমেয়া বাবস ও ক্রিশিটনা জুটিকে সরাসরি সেটে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। সেমির ম্যাচ ৬-২, ৬-৪ সেটে জিতে নেন তারা।