স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনায় নতুন চুক্তি করা উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ সাবেক ক্লাব লিভারপুলে গিয়েছেন। তবে, বার্সা ভক্তদের ভয়ের কিছু নেই। লিভারপুলে যোগ দিতে নয়, সাবেক সতীর্থদের সঙ্গে দেখা করতেই তিনি গিয়েছেন সেখানে। লিভারপুল থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সায় যোগ দেন সুয়ারেজ। নিষেধাজ্ঞা কাটিয়ে খুব শীঘ্রই তিনি মেসি, নেইমার, হাদ্দাদির পাশে খেলবেন বার্সার হয়ে। সুয়ারেজ সাবেক ক্লাবের অনুশীলনে গিয়ে হাজির হয়েছিলেন। আর তাকে পেয়ে সাবেক সতীর্থরা বেশ আনন্দিতই হয়েছিলেন। এছাড়া, পুরনো সতীর্থদের সঙ্গে ছবি তোলেন বার্সার এ তারকা। লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড তার টুইটারে জানিয়েছেন, ‘বিদায় জানানোর জন্যই সুয়ারেজ লিভারপুলে এসেছিলেন।’ বার্সার হয়ে খেলার জন্য নয় নম্বর জার্সি পেয়েছেন সুয়ারেজ। এ নয় নম্বর জার্সিও উপহার হিসেবে জেরার্ডকে দেন তিনি। জেরার্ড তার টুইটারে এ ছবি প্রকাশ করেন।