সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর শাস্তির দাবি বগুড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি, বগুড়া:
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুক্রবার বগুড়ায় ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়।
গত শুক্রবার (৩ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বড় মসজিদ হয়ে সদর পুলিশ ফাঁড়ির সামনে এলে পুলিশ তাতে বাধা প্রদান করে। ফলে মিছিলটি শহরের কেন্দ্রস্থল সাতমাথায় প্রবেশ করতে পারে নি। পরে সেখানেই দলের জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আব্দুল হক আজাদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ.ন.ম মামুনুর রশিদ, সদর উপজেলা কমিটির সভাপতি শাহ জালালসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অবিলম্বে লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Comments (0)
Add Comment