সাভারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

সাভার প্রতিনিধি:
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার একটি ভাড়াটে বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী রায়হানকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফারজানা আক্তার (১৮)। তিনি শরিয়তপুর জেলার নড়িয়া থানার চর নড়িয়া গ্রামের মফিজউদ্দিনের মেয়ে।
প্রতিবেশী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত দুই মাস আগে ফারজানার সাথে শরিয়তপুর জেলার চর নড়িয়া গ্রামের ফারজানার সাথে পার্শ্ববর্তী গ্রামের রং মিস্ত্রী রায়হানের বিয়ে হয়। বিয়ের পরই তারা ঢাকায় এসে সাভারের তেঁতুলঝোড়া মুসলিম পাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার রাতেও ঘুমাতে যাওয়ার পূর্বে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে তার স্বামী ফারজানার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। এসময় প্রতিবেশীরা বিষয়টি সাভার মডেল থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রায়হানকে আটক করেছে পুলিশ। এব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর নিকট খবর পেয়ে সোমবার দুপুরে নিহত গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment