সালথায় “মুক্তিযুদ্ধের চেতনায় গড়ি বাংলাদেশ” শীর্ষক মুক্ত আলোচনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় “মুক্তিযুদ্ধের চেতনায় গড়ি বাংলাদেশ” শীষক মুক্ত আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উত্তরাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক-উজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলীর সহধর্মিনী শিরিন মহল সুলতানা, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডী.এম বেলায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আঃ লতিফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল হাসান খান সোহাগ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান, মোঃ নুরুল ইসলাম, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হোসেন ও মোঃ মামুন মিয়া, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শিবু নাগ, শিক্ষক নেতা আক্তারুজ্জামান ও সৈয়াদ নাজমুল হাসান লিটু, সাংবাদিক মোঃ শওকত আলী শরীফ, আবু নাসের হুসাইন, মনির হোসেন মোল্যা, নিমাই চন্দ্র সরকার, এস.এম আক্কাছ, মজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমূল হাসান, সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদ জয় প্রমূখ। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন- সাংবাদিক এম. কিউ হোসাইন বুলবুল।

Comments (0)
Add Comment