এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম) :
শনিবার সকালে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর এলাকার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার বিপিএম মহোদয়।
এ সময় তিনি অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসের ট্রাফিক শৃঙ্খলা আনয়ন, ড্রাইভারদের স্থায়ীভাবে ট্রেনিং ও যানজট নিরসন সংক্রান্তে বিভিন্ন দিক-নির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি এ সংক্রান্তে বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মতামত শুনেন। এছাড়াও তিনি ট্রাফিক শৃঙ্খলা আনয়নের ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুব আলম খান পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান পিএসসি সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।