সিরাজগঞ্জে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর


সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচায় কালী মন্দিরে দুইটি প্রতিমা ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার গভীর রাতে গ্রামের কুন্ডুবাড়িতে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনা হবে। মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে তাদের নিরাপত্তার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানুসহ অন্যান্য নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।

তারা বলেন, ব্রাক্ষণবাড়িয়ার ঘটনার পর থেকে সারা দেশের মতো সিরাজগঞ্জেও হিন্দু সম্প্রদায়ের মানুষ যে আতংকে ছিলেন। প্রতিমা ভাঙার ঘটনায় তাদের আতংক বেড়ে গেল।

Comments (0)
Add Comment