সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার বিকাল সারে ৬ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই স্কুলছাত্রীর মা জাহানারা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ০৩। পুলিশ মামলার আসামি মধ্যপাড়া গ্রামের ইমানুরের ছেলে অটো চালক মো. পারভেজকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লৌহজং উপজেলার খিদির পাড়া ইউনিয়নের ধাইরপাড়া গ্রামের আহসানউলালাহ দেওয়ানের মেয়ে মধ্যপাড়া ইউনিয়নের মাস্টার আব্দুর রহমান একাডেমীর সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১৪) পাশের গ্রামের বখাটে অটো চালক পারভেজ গত সোমবার সন্ধ্যা সারে ৬টার সময় স্কুলের পাশে একই ক্লাসের বান্ধবাীর বাড়ি ওই দিনের পড়া জানতে গেলে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামের ইমানুরের ছেলে অটো চালক মো. পারভেজ ছাত্রীর মুখে চাপিয়া ধরিয়া রাস্তার পাশের ডা. রফিকুর ইসলামের বাগান বাড়িতে বাশঁঝাড়ের ভেতর টেনে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে । সন্ধ্যা হলেও মেয়ে বাড়ি না এলে মেয়ের মা মেয়েকে খোজতে এসে দেখে লোকজনের ভীর করে দাড়িঁয়ে থাকা তার মেয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় শুয়ে আছে। মুখে পানি ছিটিয়ে মেয়েকে এই অবস্থার কথা জিজ্ঞাসা করলে সে ধর্ষনের সবকিছু খুলে বলে। মেয়ের মা জাহানারা বেগম বলেন, সোমবার সন্ধ্যায় আমার মেয়ে বান্ধবীর বাড়ি যাওযার সময় মধ্যপাড়া গ্রামের ইমানুরের ছেলে অটো চালক মো. পারভেজ জোর করে বাগানে নিয়ে আমার মেয়েকে ধর্ষন করে। আমি সিরাজদিখান থানায় মামলা করে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করি। মামলার পরপরই সিরাজদিখান থানা পুলিশ ধর্ষক পারভেজকে গ্রেপ্তার করেছে।
সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে ওই রাতেই nfcp১০টার সময় মামলার আসামি পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।