সিরিয়ায় রাসায়নিক হামলা হলেই ফ্রান্সের পাল্টা অভিযান

সিরিয়ার ইদলিবে রাসায়নিক হামলা হলেই পাল্টা অভিযান চালাবে ফ্রান্স।

সিরিয়ার ইদলিবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থক বাহিনী অভিযান চালাচ্ছে। সিরিয়ায় আসাদবিরোধী বিদ্রোহীদের সর্বশেষ আশ্রয়স্থল ইদলিব। সম্প্রতি ইদলিবে হামলা চালিয়েছে আসাদ বাহিনী ও তাদের সমর্থকরা। ফ্রান্সের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন সেখানে রাসায়নিক হামলা হলেই পাল্টা অভিযান চালাবে ফ্রান্স।

সিরিয়ার ইদলিব প্রদেশে প্রায় ৩০ লাখ সাধারণ মানুষের বসবাস। তুরস্কের নিকটবর্তী ওই এলাকায় হামলা হওয়ায় তুরস্কের শরণার্থীদের ভিড় বাড়ার শঙ্কা রয়েছে। এ কারণে তুরস্কও ইদলিবে হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে।

ইতোমধ্যেই সিরিয়ার ইদলিবে অভিযান নিয়ে জাতিসংঘসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা উদ্বেগ জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইদলিবে অভিযানের তীব্র বিরোধিতা করছে।

Comments (0)
Add Comment