সিলেট প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১২ টায় কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন একটি ভবনে চলমান এক জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বাহাউদ্দিন, রুজেল আহমদ, জয়নাল আবেদীন, জুবেল আহমদ, জাহেদ আহমদ, আবুল কাশেম, সুমন মিয়া, শরিফ আহমদ, মুহিব মিয়া, শহীদ আহমদ, বাদশা মিয়া ও রতন দাশ।
দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এদিকে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বিদ্যমান এই জুয়ার আসর বন্ধ করতে দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
এই দাবি নিয়ে তারা স্থানীয় পুলিশ কমিশনারের দ্বারস্থও হয়েছিলেন। জানা যায়, জুয়ার আসর বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ইতোপূর্বে দক্ষিণ সুরমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন সামন্তকে শাস্তিমূলক বদলি করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার।