সীমান্তে আর গুলি নয়, প্রতিশ্র“তি বিএসএফের

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
সীমান্তে আর কোনো নিরীহ বাংলাদেশির ওপর গুলি চালানো হবে না বলে আবারো প্রতিশ্র“তি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্র“তি দেয় বিএসএফ। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে সীমান্তে মাদক, নারী-শিশু পাচার ও চোরাচালানরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন দানিয়েল রাব্বি, এডি সোহরাব হোসেন, দর্শনা কো¤পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম, গয়েশপুর কো¤পানি কমান্ডার সুবেদার মহসিন আলী ও ঠাকুরপুর কো¤পানি কমান্ডার সুবেদার শহীদুল ইসলাম। অরপদিকে, বিএসএফের কৃষ্ণনগর ১১৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল বীরেন্দ্র দত্তের নেতৃত্বে ৮ সদস্যের দলে ছিলেন সেকেন্ড ইন কমান্ড সুরেশ কুমার ও ডেপুটি কমান্ডার সতীশ চন্দ্র প্রমুখ। বৈঠক শেষে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ সাংবাদিকেদের জানান, দুই দেশের সীমান্তের নানা সমস্যা নিয়ে বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।

Comments (0)
Add Comment