সুন্দরবনে র‌্যাবের সঙ্গে দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলিসহ ২ দস্যু আটক

সাইফুল ইসলাম, বাগেরহাট: সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জুমরার খালে বৃহস্পতিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৮) সঙ্গে একটি দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেখানে তল্লাশি চালিয়ে দুই দস্যুকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৮-এর উপঅধিনায়ক মেজর আদনান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুমরার খাল এলাকায় দস্যুদের অবস্থান শনাক্ত করে সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাবের একটি দল অভিযান শুরু করে। এসময় দস্যুরা টের পেয়ে তাদের ওপর গুলিবর্ষণ করে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে আধাঘণ্টা ধরে গুলি বিনিময় হয়। পরে তারা পিছু হটে গেলেও দুই দস্যুকে আটক করে র‌্যাব । ‘‘জাহাঙ্গীর’’ বাহিনীর সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাহিনীর আজিজুল শেখ (২৬) ও আবুল হোসেন(২৭)কে আটক করেন। বাকীরা বনের গহীনে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিষয়ে খুলনা জেলার দাকোপ থানায় আটক দস্যুদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments (0)
Add Comment