বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে সমালোচনা শেষ হতে না হতেই সম্প্রতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকের পর ক্রমাগত অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। তবে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জনপ্রিয় অভিনেতা-সাংসদ তাপস পাল। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তার মস্তিষ্কে সৃষ্ট ক্ষতটি ওষুধের মাধ্যমেই সেরে উঠবে বলে আশা প্রকাশ করছেন চিকিৎসকরা। এদিকে, তার শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখার জন্য দুই সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে অসুস্থতা বোধ করায় তাকে দ্রুত কলকাতার বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরো জানা যায় তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। প্রথমে তাকে সাধারণ কেবিনে রাখা হয়েছিল। পরে অবস্থার দ্রুত অবনতি ঘটলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। তবে আজ তাকে পুনরায় সাধারণ কেবিনে নিয়ে যাওয়ার কথা রয়েছে।