স্পোর্টস ডেস্ক:
গত মৌসুমের লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে ড্র করেছে অপেক্ষাকৃত দুর্বল দল এভিয়ান। লিগ ওয়ানের এ ম্যাচটি গোল শুন্য ড্র হয়। পিএসজির হয়ে এ ম্যাচে ছিলেন না গোল মেশিন খ্যাত সুইডিস তারকা স্ট্রাইকার জ¬াতান ইব্রহিমোভিচ, ব্রাজিল তারকা থিয়াগো সিলভা এবং থিয়াগো মোত্তা। ম্যাচের ১৭ মিনিটে ও ৬৩ মিনিটে দুটি হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রান্সের তারকা ফুটবলার ইয়োহন ক্যাবায়। ম্যাচের পরের সময়টুকু পিএসজিকে খেলতে হয় দশ জনের দল নিয়ে। তবে, কোনো দল গোলের দেখা না পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। লিগের শুরুতে রেমিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করা পিএসজি পরের ম্যাচে বাস্তিয়ার বিপক্ষে জয় পায় ২-০ গোলে। আর তৃতীয় ম্যাচে ০-০ গোলে এভিয়ানের বিপক্ষে ড্র করল লরেন্ট ব্লাংকের শিষ্যরা।