সেরা অভিনেতা: ইরফান খান

সম্প্রতি মেধাবী ও গূণী নির্মাতা সুজিত সরকারের ‘পিকু’ ভারতীয়দের হৃদয়ে ভালোভাবেই জায়গা করে নিয়েছে, আর এই ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে ভারতে জনপ্রিয় অভিনেতা ইরফান খান।

জানা গেছে, সুজিত সারকারের ‘পিকু’ ছবিটিতে অভিনয়ের মাধ্যমে দর্শককে ভালোই ইমপ্রেস করেছেন অভিনেতা ইরফান। তার অভিনয়ে মুগ্ধ সমালোচকেরাও। আর এই ছবিতে অভিনয়ের জন্যই তাকে সম্মান জানিয়েছে মেলবোর্নে ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভালের কর্মকর্তারা। আর এই সম্মাননা বিষয়ে ইরফান বলেন, ‘এটা সত্যিই আমার জন্য পরম পাওয়া, বিশেষ সম্মাননা এটা।

তার চেয়ে ভালো লাগার বিষয় যে, ছবিটি সবার হৃদয়কে স্পর্শ করে গেছে। ক্যারিয়ার জীবনে এই ছবিতে আমার চরিত্রটি অবিস্মরণীয় হয়ে থাকবে।
আমি সত্যিই খুব আনন্দিত।’

উল্লেখ্য, সুজিত সারকারের ‘পিকু’ ছবিতে প্রথমবারের মত অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনের সাথে স্ক্রিন শেয়ার করেছন ইরফান। হিন্দি ছবি ছাড়াও ইদানিং হলিউডের ছবিতে নিয়মিত কাজ করছেন ইরফান। সম্প্রতি হলিউডে মুক্তি পেয়েছে ইরফান অভিনীত ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’, এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘দ্য উইকড পথ’। কাজ চলছে ‘ইনফারনো’ ছবির।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Comments (0)
Add Comment