সেলুল্যয়েডে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর


বিনোদন প্রতিবেদক:
জীবদ্দশায় বহু সৃজনশীল পথে বিচরণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চলচ্চিত্র শিল্পও সমৃদ্ধ হয়েছে তার সৃষ্টিকর্মে। চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের ব্যবহার শুরু হয়েছে ত্রিশের দশক থেকে। এসব সংগীত নিয়ে সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ণ সাজিয়েছে তাদের
গীতিআলেখ্য ‘সেলুল্যয়েডে রবীন্দ্রনাথ’। উত্তরায়নের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠানটি। এর পরিকল্পনা ও পরিচালনা করেছেন উত্তরায়নের প্রতিষ্ঠাতা রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। গীতিআলেখ্যর সহকারী পরিচালনা করবেন রবীন্দ্রসংগীত শিল্পী হিমাদ্রী শেখর। যন্ত্রাণুষঙ্গ পরিচালনা করবেন সুব্রত মুখার্জ্জী। যন্ত্রসংগীত শিল্পী হিসেবে থাকবেন বিপ্লব মন্ডল, সুব্রত মুখার্জ্জী, সন্দীপন গাক্সগুলী, সুশান্ত নন্দী। পাঠ ও আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। শিল্প নির্দেশনায় নাসিরুল হক খোকন।

Comments (0)
Add Comment