সোমবার রাজধানী মোগাদিসুর দক্ষিণ পশ্চিমে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর একটি কনভয়ে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এ প্রাণহানি ঘটে। হামলায় আহত হন আরও ২৭ জন।
কয়েকদিন আগে মার্কিন বিমান হামলায় আল শাবাব প্রধান আহমেদ গোদোনে নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালায় আল শাবাব যোদ্ধারা।
আল শাবাবের সামরিক মুখপাত্র জানান, মোগাদিসুর ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত আফগোই শহরে এ হামলা চালানো হয়। সোমবারের হামলার উদ্দেশ্য ছিলো এক মার্কিন সেনা কর্মকর্তাকে হত্যা। যিনি সোমালিয়ার বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত ছিলেন।
ওই সেনা কর্মকর্তা সহ হামলায় আরও তিন আমেরিকান মারা যান। এছাড়া দক্ষিণ আফ্রিকার এক সেনাও এ হামলায় মারা যায় বলে জানান আব্দুআজিজ আবু মুসকাব।