সোমালিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমান হামলায় সোমালিয়ার ২২ জন সাধারণ মানুষ ও সেনা নিহত হওয়ার ঘটনায় ব্যাখ্যা দাবি করেছে দেশটির এক আঞ্চলিক সরকার। সোমালিয়ার আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল গালমুডাগ সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, উগ্রপন্থিদের লক্ষ্যে হামলা চালানোর ব্যাপারে প্রতিবেশি অঞ্চল পুন্টল্যান্ড যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে। বিমান হামলায় সোমালিয়ার সেনা নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে।
ওয়াশিংটন বলছে, এই হামলায় আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর নয় সদস্য নিহত হয়েছেন। কিন্তু এরপরও বিষয়টি তারা তদন্ত করছে বলে জানিয়েছে। গালমুডাগ অঞ্চলের গালকায়ো শহরের বাসিন্দারা এই হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার তারা মার্কিন পতাকায় আগুন দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়।
আঞ্চলিক সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভা গালমুডাগ বাহিনীর উপর বিমান হামলার ঘটনায় মার্কিন সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার অনুরোধ জানিয়েছে। আল-শাবাব জানিয়েছে, মঙ্গলবার রাতে হামলা চালানোর সময় ওই অঞ্চলে তাদের কোনো সদস্য বা সমর্থক সেখানে ছিলেন না। সোমালিয়ার একজন জেনারেল বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ওই অঞ্চলে কোনো বিদ্রোহী-জঙ্গি ছিলেন না।

Comments (0)
Add Comment