স্কটিশ ভোটাররা ১১০ ভাগ ভোট দিয়েছে!

কেউই ভুলের উর্ধ্বে নয়- এ কথা প্রমাণ করলো যুক্তরাষ্ট্রের ক্যাবল নিউজ নেটওয়ার্ক সিএনএন। কারণ সদ্য শেষ হওয়া স্কটল্যান্ডের গণভোটে ভোট পড়েছে নাকি ১১০ শতাংশ! 

গণভোটের ফলাফল নিয়ে সিএনএন যে গ্রাফিক প্রকাশ করেছে তাতে দেখা গেছে, ‘না’ ভোট পড়েছে ৫২ আর ‘হ্যাঁ’ পড়েছে ৫৮ শতাংশ । সংবাদমাধ্যমটির ভুলের কারণে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১১০ ভাগে। আর বাঁচায় কে? সঙ্গে সঙ্গে স্কটল্যান্ডতো বটেই বিশ্বব্যাপী টুইটারে ছড়িয়ে পড়ে সেটি। অনেকে এটা নিয়ে ঠাট্টাও করেন। 

স্টিগঅ্যাবেল নামে এক টুইটার ব্যবহারকারী জানান, স্কটিশ ভোটারদের ১১০ ভাগ ভোট দিয়েছে।

এই নিয়ে সংবাদপ্রচার করতে দেরি করেনি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ অনলাইন।

টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, বিশেষজ্ঞরা ধারণা করেছিল ভালোই ভোট পড়বে কিন্তু সিএনএন যে ফলাফল দেখিয়েছে তা কল্পনাতেও ভাবিনি। 

পরে অবশ্য সিএনএস ভুল সংশোধন করে ‘না’ ৫২ ও ‘হ্যাঁ’ ৪৮ শতাংশ করে দেয় কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তো হয়েই গিয়েছে।

Comments (0)
Add Comment