স্পোর্টস ডেস্ক:
চার ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়ান প্রমিলা দল। ফলে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে এগিয়ে গিয়ে সিরিজ জয় করলো স্বাগতিকরা। বুধবার সকালে কেরিডেল ওভালে পাক মেয়েদের দেয়া ৮৫ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ভিলানির অর্ধশতক (৫০) ও এম ল্যানিংয়ের ২৪ রানের অপরাজিত ইনিংসে ৫০ বল বাকি থাকতেই দুই উইকেট খুইয়ে সহজ লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর আগে টস জয়ী পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলতে সমর্থ হয়। পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটসম্যান নাঈন আবেদি দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত থাকেন। ওপেনার মারিনা ইকবাল করেন ১১ রান। এছাড়া বাকি কোনো ব্যাটসম্যান দু’অঙ্কেই পৌঁছতে পারেন নি। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন ডিএম কিমিন্সে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অর্ধশতক হাকানো অজি ব্যাটসম্যান ভিলানি। আগামি শুক্রবার একই মাঠে চতুর্থ এবং শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।